পটুয়াখালীতে সরকারি কর্মচারীদের বিশাল সমাবেশ: নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার দাবি

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালীতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে সরকারি কর্মচারীদের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানানো হয়েছে।

সমাবেশে সরকারের কাছে উপস্থাপিত দাবির মধ্যে ছিল টাইম স্কেল, এ ফেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন প্রথা পুনঃস্থাপন এবং সচিবালয়ের মত এক ও অভিন্ন নিয়োগ নীতি প্রণয়ন। এছাড়া মাস্টার বোল, ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড ইত্যাদি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার পাশাপাশি আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে শূন্য পদে সরাসরি নিয়োগ করার দাবি জানানো হয়। ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পদোন্নতি প্রক্রিয়া স্বচ্ছ ও সময়মত সম্পন্ন করা এবং আইএলও সনদের ১৭ ও ৬৬ ধারা অনুযায়ী সকল দপ্তরে ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, সভাপতি, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, পটুয়াখালী জেলা শাখা; মোঃ হারুন অর রশিদ, সভাপতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, পটুয়াখালী জেলা শাখা; দার-তু সাদীর আব্দুস সাত্তার তালুকদার, আবদুল গফফার বিশ্বাস, প্রশান্ত মাহতাব উদ্দিন, খাদিজা বেগম, মহিলা সম্পাদিকা; এবং খবির উদ্দিন হাওলাদার, সভাপতি, পটুয়াখালী ড্রাইভার্স ও সরকারি কর্মচারী সংগঠন।

- বিজ্ঞাপন -

নেতৃবৃন্দ সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে অংশগ্রহণকারী কর্মচারীরা আশা প্রকাশ করেন যে, সরকারের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে নবম জাতীয় বেতন কাঠামো দ্রুত কার্যকর হবে এবং দেশের সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত হবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button