বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ফেরদৌস শুভ, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন মোঃ নাঈম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল। আরো উপস্থিত ছিলেন মোঃ হাসান হাওলাদার, সহ-সভাপতি (১ম), সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদল।
এ সময় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশনেত্রীর সুস্থতা কামনায় ছাত্রদলের এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আপনার মন্তব্য লিখুন