পটুয়াখালীতে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

পটুয়াখালীতে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ইজিবাইক চালককে মুচলেকা নিয়ে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শক পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী এর নিকট হস্তান্তর করা হয়।
পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




আপনার মন্তব্য লিখুন