বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে গ্রেফতার, প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পটুয়াখালীর বাউফলে জাল কাগজ তৈরি করে বিএনপি কর্মী ফয়সাল পঞ্চায়েতকে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পরিচয়ে ফাঁসিয়ে গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালত ফয়সালকে কারাগারে পাঠান।

- বিজ্ঞাপন -

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি প্যাড ভাইরাল হয়, যেখানে দপ্তর সম্পাদকের স্থানে ফয়সাল পঞ্চায়েতের নাম ব্যবহার করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের বিরুদ্ধে সরকারি খাস জমির বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় ফয়সালসহ কয়েকজনের বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগের পরেই ফয়সালকে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হিসেবে দেখিয়ে জাল কাগজ ছড়ানো হয় বলে অভিযোগ।

গ্রেফতার ফয়সাল পঞ্চায়েতের বোন মিম্মি পঞ্চায়েত বলেন, “আমাদের পরিবার সবসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমার ভাই কখনোই স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেনি। ভূমিদস্যু মোচন পঞ্চায়েত আমাদের পারিবারিক জমি দখল করতে না পেরে জাল কাগজ বানিয়ে আমার ভাইকে আওয়ামী লীগ কর্মী সাজিয়েছে এবং গ্রেফতার করিয়েছে।”

ফয়সালের চাচাতো ভাই রিয়াজ পঞ্চায়েত বলেন, “ফয়সাল কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য এবং নতুন কমিটিতে পদ প্রত্যাশী ছিল। একটি চক্র তাকে ফাঁসাতে জাল কাগজ তৈরি করেছে। এমনকি আমাকে নিয়েও ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল, যা পরে পুলিশের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।”

বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ভাইরাল হওয়া প্যাডের ফরম্যাটটি আসল হলেও, দপ্তর সম্পাদকের স্থানে ফয়সাল পঞ্চায়েতের নামটি সম্পূর্ণ ভুয়া। কেউ ‘সুপার এডিটিং’ করে জসিমের নাম বাদ দিয়ে ফয়সালের নাম বসিয়েছে।”

- বিজ্ঞাপন -

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মোসলেম পঞ্চায়েত ওরফে মোচন বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন। আমি কাউকে ফাঁসানোর কাজে জড়িত নই। যারা আমার ব্যক্তিগত জমি দখলের চেষ্টা করে, তারাই এসব মিথ্যা অপবাদ দিচ্ছে।”

ডিবির কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

বাউফল থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুল ইসলাম জানান, “ডিবি গ্রেফতারের পর আমরা বিষয়টি জানতে পারি। ২০২৪ সালের জুলাই–আগস্টে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই করে আদালতকে জানানো হবে।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button