বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল: কমিটি গঠনে দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়:

- বিজ্ঞাপন -

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের বিরুদ্ধে দীর্ঘসূত্রতা, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত টিম কমিটি গঠনের দায়িত্ব পাওয়ার ছয় মাস পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের ত্যাগী নেতারা।

২০২৫ সালের ১১ মে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে তিন সদস্যের এই টিম গঠিত হয়। টিমের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় সহ-সভাপতি দিপু। সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু ও তারেক হাসান মামুন।

তৃণমূলের অভিযোগ, কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। দীর্ঘদিন দলের সঙ্গে থাকা আন্দোলন-সংগ্রামের কর্মীদের বাদ দিয়ে বিশেষ সুবিধাভোগীদের সিভি নেওয়া হচ্ছে। সম্ভাব্য খসড়া তালিকায় এমন অনেকের নাম এসেছে, যারা অতীতে ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু আইন পরিষদ ও শেখ রাসেল স্মৃতি পরিষদে সক্রিয় ছিলেন।

দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অতিরিক্ত ব্যয় ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগও রয়েছে। গত ছয় মাসে টিমটি চারবার ক্যাম্পাসে আসে। প্রতিবারই হোটেল, খাবার ও যাতায়াতে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগ করেছেন
এর আগেও একই টিমের বিরুদ্ধে শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে ৩০ সদস্যের কমিটির ১৮ জনই ছিলেন চিহ্নিত ছাত্রলীগকর্মী—এমন অভিযোগ উঠে আসে।

- বিজ্ঞাপন -

শীর্ষ পদপ্রত্যাশী আরিফ আহমেদ বলেন, ‘দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, তাদের বাদ দিয়ে নীলনকশামাফিক কমিটি করার চেষ্টা হচ্ছে। আমরা হামলা–মামলার সময় রাজপথে দাঁড়িয়েছি। ছাত্রলীগকে সামনে রেখে সাজানো নির্বাচন করতে দেওয়া হবে না।’

সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম মাহামুদ বলেন, ‘নির্বাচন করতে হলে প্রার্থীতা নির্ধারণের মানদণ্ড, ভোটার তালিকা ও নির্বাচন কমিশন—সবই প্রকাশ্য থাকতে হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুই প্রকাশ করা হয়নি। পুরো প্রক্রিয়া চলছে অস্বচ্ছভাবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান মামুন বলেন,
‘এখনো যাচাই–বাছাই চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।’

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button