বাউফলে এনসিপির কেন্দ্রীয় নেতার তোড়ণে আগুন

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর বাউফলে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের সমর্থনে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে বাউফল পৌরসভার পশ্চিম সীমানায় নির্মিত তোরণটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তোরণটির অংশ বিশেষ পুড়ে যায়। তোরণটিতে লেখা ছিল— আগামী ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনকে এমপি হিসেবে দেখতে চাই।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, “বাউফলে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের নিন্দনীয় ঘটনা ঘটানো হয়েছে। আগুন দিয়ে তোরণ পোড়ানো যাবে, কিন্তু মানুষের ভালোবাসা পোড়ানো যাবে না। আমাদের দমিয়ে রাখা যাবে না। এনসিপি গণমানুষের হৃদয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।”

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button