পটুয়াখালী-১ আসনে এনসিপি’র মনোনয়ন নিয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং আইন সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
ইতোপূর্বে তিনি রাজনৈতিক দল হিসেবে এনসিপি’র নিবন্ধন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন এবং শাপলা কলি প্রতীক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জনাব মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বাসায় নিয়োজিত রয়েছেন।
বর্তমানে তিনি এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।




আপনার মন্তব্য লিখুন