দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

আজ সোমবার সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে সরাসরি বাংলাদেশের উদ্দেশে উড়াল দেন তিনি এবং সকাল পৌনে ১২টায় সিলেট পৌঁছান।
বিমানবন্দরের পরিবেশ ছিল একদম উৎসবমুখর। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’- এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল বিমানবন্দর এলাকা। ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন ধরে তার আগমনের অপেক্ষায় ছিলেন এবং অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে পৌঁছান হামজা চৌধুরী।
গত ডিসেম্বরেই ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছিলেন হামজা। এরপর থেকেই দেশের ফুটবল অঙ্গনে তার আগমন নিয়ে বাড়তে থাকে উন্মাদনা। এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়, যখন কোচ হাভিয়ের কাবরেরা ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে হামজাকে রাখেন। এখন চূড়ান্ত দলে তার জায়গা প্রায় নিশ্চিত।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে সরাসরি সিলেটের বিমানে ওঠেন হামজা। দীর্ঘ যাত্রা শেষে সিলেট পৌঁছে সেখান থেকে রওনা দেন তার নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটের উদ্দেশে।




আপনার মন্তব্য লিখুন