আমারা চাই আগামীতে একটা সমোঝোতার নির্বাচন- পটুয়াখালীতে নুরুল হক নুর

মো. কামরুল ইসলাম সোহাগ, পটুয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা চাই আগামীতে একটা সমঝোতার নির্বাচন। এই গণঅভ্যুত্থানের অংশিদার রাজনৈতিক দল সমূহ সবাই মিলে একটি সমযোতার নির্বাচন হবে। মঙ্গলবার বিকালে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর একথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য দলের প্রর্থী থাকবেনা। আবার অন্য আসনে গণঅধিকারের প্রার্থী থাকবেনা, অন্য দলের প্রার্থী থাকবে। কারন আমরা চাই, গণঅভ্যুত্থানের অংশীজনরা আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণঅভ্যুত্থানের অংশীজনরা ঐক্যবদ্ধ থেকে একটা নির্বাচন করুক। এই নির্বাচনে আমরা সকল রাজনৈতিক দল মিলে আসন সমঝোতার আলাপ আলোচনা করছি। কিন্তু দেখা যায়, আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভুমীকার করনে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পায়তারা চলছে। আমরা সেই ফাদে পাঁ দেবনা।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যত নির্ভর করছে। এই নির্বাচনে যেন মানুষ উৎসব মুখর পরিশেষে ভোট দিতে পারেন। একটি অংশগ্রহন মুলক এবং উৎসব মুখর নির্বাচনের মধ্য দিয়ে আগামীর গণতান্ত্রীক বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশ বিনির্মানের জন্য এই দেশের ছাত্র, শ্রমিক, জনতা, নাগরিকরা এই জুলাই আগষ্টে আন্দোলন সংগ্রাম করেছে। বন্দুকের নলের মুখে জীবন দিয়েছে। সারা বাংলাদেশে দুই সহ¯্রাধিক সাধারন ছাত্র যুবক তরুনরা জীবন দিয়েছে। একটি সৈরাচারী কতৃত্ববাদী স্বসন থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই লরাইয়ে আমরা বীজয় হয়েছি।
নুর আরো বলেন, আমি সকলকে সতর্ক করে দিয়ে বলতে চাই। শেখ হাসিনার মত প্রভাবশালী একজন প্রধান মন্ত্রী যার আাঙ্গুলের ইসিরায় পুরো বাংলাদেশ বসেছে আর উঠেছে। গত ১৬ বছরে খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতাদের জেলে নিয়েছেন। জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন। সমস্ত বাংলাদেশকে তার নিয়ন্ত্রনের মধ্যে রেখেছেন। জুলাই আগষ্টের ২ হাজার ছাত্র জনতার হত্যাকান্ড সহ গত ১৬ বছরে সাড়ে ৫ হাজার মানুষকে হত্যা করেছে। অশংঙ্খ মানুষকে রাজনৈতিকভাবে মামলা হামলা দিয়ে হয়রানী করেছেন, গুম করেছেন, খুন করেছেন এবং আইনের মাধ্যমে আদালত সেই প্রভাবশালী সাবেক প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ফাসীর রায় দিয়েছে। এর আগে একটি দলের প্রধান হওয়ায় তার নিজ এলাকা এই দশমিনা-গলাচিপা আসন থেকে নির্বাচন করবে বলে জানান।




আপনার মন্তব্য লিখুন