কুয়াকাটায় বড়শিতে ধরা পড়ল ৩৭ কেজি ওজনের ‘কালো পোয়া’, বিক্রি হলো এক লাখ ১১ হাজার টাকায়

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরের এক জেলের বড়শিতে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ ‘কালো পোয়া’ ধরা পড়েছে।

বুধবার সকালে মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশে মাছটি আনা হলে মানুষের ভিড় জমে।

- বিজ্ঞাপন -

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছটি আল্লাহর দান ট্রলারের মাঝি তরিকুল বড়শি দিয়ে ধরেন। মাছটির ওজন ৩৭ কেজি, বন্দরের খোলা বাজারে উন্মুক্ত ডাকে ১ লাখ ২০ হাজার টাকা দাম হাঁকা হয়। তবে মাছটি তিনি বিক্রি করেননি। আরো বেশি দামের আশায় চট্টগ্রাম পাঠাবেন বলে জানান।

ইকোফিশ বাংলাদেশ’র গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, কালো পোয়া দুষ্প্রাপ্য এক সামুদ্রিক মাছ। এর দৈর্ঘ্য সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার এবং ওজন ১০ থেকে ২৫ কেজির মধ্যে হয়ে থাকে। তবে কখনো কখনো ৫০ কেজিরও বেশি পাওয়া যায়। মাছটির বায়ুথলি বা এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন। এটি চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়, এজন্য মাছটির দাম অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বন্দরের জেলেরা ৩৭ কেজি ওজনের একটি কালো পোয়া পেয়েছেন, এটি অত্যন্ত আনন্দের সংবাদ।

চলতি বছর আলীপুর মহিপুর মৎস্য বন্দরে এ প্রজাতির ৫-৬টি মাছ বিক্রি হয়েছে। এতে মাছের পরিমাণ ও বৈচিত্র্য উভয়ই বাড়ছে, যা উপকূলীয় অর্থনীতির জন্য ইতিবাচক।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button