ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে পটুয়াখালী ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীর উদ্যোগে সেমিনার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে পটুয়াখালী ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সহযোগী সংগঠন সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীৱ উদ্যোগে একটি সচেতনতা মূলক সেমিনার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিখলাগী মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খন্দকার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এইচ. এম. নাদিম মাহমুদ।
পরিচালনায়, নির্বাহী পরিচালক তামান্না ইসলাম
এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই মশার প্রজনন স্থান ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়। তারা আরও জানান, এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে— যেমন ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক, ভাঙা বালতি, ফ্রিজের নিচের পানি বা এসির ড্রেনের পানিতে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য নিয়মিত ঘর-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, ফুলের টব বা অন্যান্য পাত্রে পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তারা।
সেমিনার শেষে স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় আশপাশের নালা-নর্দমা পরিষ্কার করা হয়, ডাস্টবিন স্থাপন করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ডেঙ্গু প্রতিরোধে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয




আপনার মন্তব্য লিখুন