দাওরায়ে হাদীস সনদধারীদের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ ধর্ম উপদেষ্টার

দাওরায়ে হাদীস (তাকমীল) সনদধারীদের ধর্মীয় শিক্ষকসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সুপারিশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিব বরাবর তিনটি পৃথক ডিও লেটার পাঠিয়েছেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
শিক্ষা উপদেষ্টাকে পাঠানো ডিও লেটারে ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর ‘দাওরায়ে হাদীসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান’ প্রদান আইন, ২০১৮, পাস হয়েছিল।
আইনটি প্রণীত হওয়ার দীর্ঘ সময় পরেও কওমি শিক্ষার্থীরা এর কোনো সুফল পাচ্ছেন না, যা আইন প্রণয়নের উদ্দেশ্যকে ব্যাহত করছে এবং শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করছে। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক (ধর্ম) পদে দাওরায়ে হাদীস সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেছেন।
একইভাবে, ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্যান্য ক্ষেত্রেও দাওরায়ে হাদীস সনদধারীদের সুযোগ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন, দাওরায়ে হাদীস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আইন উপদেষ্টাকে উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ধর্মীয় শিক্ষক পদে দাওরায়ে হাদীস সনদধারীদের নিয়োগ দেওয়ার জন্য প্রতিরক্ষা সচিবের কাছে একটি আধা-সরকারি পত্র (ডিও) পাঠানো হয়েছে।
বাংলাদেশে বর্তমানে ২০ হাজারেরও বেশি কওমি মাদ্রাসা রয়েছে, যেখান থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দাওরায়ে হাদীসের (তাকমীল) সনদ লাভ করে থাকেন। এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে বলে মনে করা হচ্ছে।




আপনার মন্তব্য লিখুন