বাউফলের কৃতি সন্তান এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জালাল। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত নিয়োগপত্র জারি করা হয়।
অ্যাডভোকেট এস. এম. জালাল পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চাঁদপাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্জ এ. এম. মহিউদ্দিন এলাকার একজন সম্মানিত সমাজসেবক হিসেবে পরিচিত।
তিনি বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
২০০৯ সালের ৮ ডিসেম্বর তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০১৩ সালের ১৯ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে আইন পেশায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সুপ্রিম কোর্ট ইউনিটের সাবেক পুনর্বাসন ও ত্রাণ বিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাউফলের সন্তান হিসেবে এস. এম. জালালের এ অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় আইনজীবী ও শুভানুধ্যায়ীরা তাঁর সাফল্যে গর্ব প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও উচ্চ পদে উন্নীত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।




আপনার মন্তব্য লিখুন