দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

বাংলাদেশে দ্রুত বাড়ছে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি আসক্তি। সরকারি হিসাবে, বর্তমানে দেশে অনলাইন জুয়ায় আসক্ত মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি। এই প্রবণতা সমাজে আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ ও অপরাধ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সরকার।

- বিজ্ঞাপন -

এই পরিস্থিতিতে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফেসবুক, গুগল ও টিকটকের মতো আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ৩ নভেম্বর পাঠানো ওই চিঠিতে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার বিজ্ঞাপন, প্রচার ও সাইট বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি, পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আত্মহত্যা, পারিবারিক বিরোধ, আর্থিক ক্ষতি ও সামাজিক অবক্ষয় বেড়ে চলেছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বিটিআরসি থেকে নিয়মিতভাবে ফেসবুক, গুগল, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মকে ই-মেইল পাঠানো হচ্ছে। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে এবং আরও পদক্ষেপ নেয়া হবে।”

শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, মোবাইল অপারেটর ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকেও কঠোর নজরদারিতে আনা হয়েছে। রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক শাহ মো. ফজলে খুদা জানান, “ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে অনলাইন জুয়ার সাইটগুলো ব্লক করা হচ্ছে।”

- বিজ্ঞাপন -

এদিকে, এমএফএস প্রতিষ্ঠান উপায়-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ সামসুজ্জোহা বলেন, “অনলাইন জুয়ার সাইটে ডাটা অ্যাক্সেস বন্ধ করা সম্ভব। পাশাপাশি বিকল্প লেনদেন চ্যানেলগুলোও (ESSD) নিয়ন্ত্রণে আনতে হবে।”

সম্প্রতি বিটিআরসির এক সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মতোই অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে একটি *স্বতন্ত্র সংস্থা বা এজেন্সি* গঠন করা উচিত।

সরকারি মহল মনে করছে, সমাজে ক্রমবর্ধমান এই আসক্তি রোধে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি ও সমন্বিত আইন প্রয়োগই একমাত্র কার্যকর সমাধান।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button