ফেসবুকে পোস্ট দিয়ে পবিপ্রবির শিবির সভাপতির আত্মপ্রকাশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জান্নাতীন নাইম জীবন। গতকাল রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ আত্মপ্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সততা, কর্মস্পৃহা ও ন্যায়ের সৌধের ওপর প্রতিষ্ঠিত হোক আমার প্রিয় প্রতিষ্ঠান পবিপ্রবি। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় থাকুক, গবেষণার দ্বার উন্মোচিত হোক। বন্ধ হোক পতিত ফ্যাসিবাদের আগ্রাসন। বেঁচে থাকুক স্বপ্নদ্রষ্টা প্রতিটি শিক্ষার্থীর লালিত স্বপ্ন। নিরাপদ ও স্বাধীন বিচরণ ভূমিতে পরিণত হোক ১০৯ একর। আর চাই না সাক্ষী হতে আবরার ফাহাদ কিংবা জুলাই বিপ্লবের আবু সাঈদ কিংবা মুগ্ধের। তবে প্রয়োজনে প্রস্তুত আমরা আবু সাঈদ কিংবা মুগ্ধ হওয়ার। সকল শিক্ষার্থীদের পাশে আমরা পথচলার সারথি হয়ে থাকতে চাই।’
পোস্টের শেষে তিনি সভাপতি হিসেবে নিজের নাম প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষক ও কর্মকর্তারা প্রকাশ্যেই রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। সর্বশেষ সোমবার (১০ মার্চ) রাতে শিবিরের সভাপতি জীবন আত্মপ্রকাশ করেন।
জান্নাতীন নাইম জীবনের ফেসবুক পোস্ট
আত্মপ্রকাশের বিষয়ে জানতে চাইলে জান্নাতীন নাইম জীবন বলেন, ‘ফ্যাসিবাদী আগ্রাসনের চক্ষুশূল ছিল ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের সাংগঠনিক সক্ষমতা ও শৃঙ্খলার পূর্ণতাকে ফ্যাসিবাদী গোষ্ঠী নিজেদের জন্য হুমকিস্বরূপ মনে করত। ফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নির্যাতন ও নিষ্পেষণে জর্জরিত ছিল। বিগত ১৭ বছরে সবসময় পবিপ্রবিতে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত ছিল এবং শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।’
আপনার মন্তব্য লিখুন