ডিসেম্বরে বাজবে ভোটের বাঁশি, ফেব্রুয়ারির আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

দেশজুড়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন জানাল—আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে ভোট।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, “রমজানের আগে নির্বাচন সম্পন্ন করতে চাই। কর্মপরিকল্পনা ইতিমধ্যেই প্রকাশ করেছি, ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা করব।”
গণভোট নির্বাচন আগে নাকি পরে হবে—এমন প্রশ্নে তিনি জানান, “এটি এখনো আলোচনায় আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, তাও কমিশনের হাতে আসেনি। সিদ্ধান্ত হলে জানানো হবে।”
পি.আর. বা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রসঙ্গে কমিশনার বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক নেতৃত্ব কী সিদ্ধান্ত নেন, আমরা সেই অপেক্ষায় আছি।”
তিনি আরও বলেন, “আপনাদের মিডিয়ার সহযোগিতায় আমরা ফেব্রুয়ারির আগেই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।”
ইসি কমিশনার জানান, নির্বাচন বিধিমালা হালনাগাদ করা হয়েছে, প্রতীকের তালিকায় পরিবর্তন ও পরিমার্জন সম্পন্ন। নভেম্বর থেকেই শুরু হবে প্রবাসী ভোটারদের নিবন্ধন। একইসঙ্গে কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি কুয়াকাটায় এক কর্মশালায় যোগ দিতে রওনা দেন।




আপনার মন্তব্য লিখুন