গলাচিপায় সাপের দংশনে কৃষকের মৃত্যু, দুই নারী হাসপাতালে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাপের দংশনে আবুল বশার হাওলাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া দুই নারীরে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে এই ঘটনা ঘটে। সকালে গরুর জন্য ঘাস আনতে গিয়ে বিষধর সাপের দংশনে আক্রান্ত হন তিনি। মৃত আবুল বশার ওই এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।
অপরদিকে, একইদিন উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী লাইলী বেগম (৫২) এবং গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের স্ত্রী হাজেরা বেগমকে (৫০) সাপে দংশন করেন।
তাদের মধ্যে লাইলী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাজেরা বেগম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, সাপে দংশনের পর যত দ্রুত সম্ভব রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে আসা জরুরি। বাংলাদেশে প্রায় ৯৫ শতাংশ সাপ বিষহীন হলেও অবশিষ্ট ৫ শতাংশ মারাত্মক বিষাক্ত। সময়মতো হাসপাতালে এলে এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে জীবন রক্ষা সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করেন, যা প্রাণঘাতী হতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, সোমবার সাপের দংশনে তিনজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে বশার হাওলাদার হাসপাতালে আসার আগেই মারা যান। অপর দুই নারী চিকিৎসাধীন আছেন, এর মধ্যে লাইলী বেগমকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে




আপনার মন্তব্য লিখুন