দুমকিতে অভিযান শেষে করে ফেরার পথে ডাকাতের হামলা ও টাকা ছিনতাই

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দুমকি উপজেলার পায়রা নদীতে মৎস্য অভিযান শেষ করে ফেরার পথে মুখোশধারী একদল ডাকাত
মাঝি ও এক শিশুকে বেদম মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । সোমবার (২৫অক্টোবর) রাতে পায়রা নদীর নারাঙ্গল অংশে ঘটনাটি ঘটে ।

- বিজ্ঞাপন -

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গত ২২ দিন ভাড়া ট্রলার দুটি দুমকি মৎস্য বিভাগের সাথে অভিযান পরিচালনা করে। আজ সন্ধ্যায় তাদের ভাড়াকৃত বোট নিজ নিজ এলাকায় ফেরার পথে বাকেরগঞ্জের দিক থেকে আসা সাত-আটজন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দুইজন মাঝি ও এক শিশুকে বেধড়ক মারধর করে এবং জনের কাছ থেকে ৩৩ হাজার টাকা ও অন্যজনের কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা ছিনতাই করে নেয়। এছাড়া নৌকার বিভিন্ন সরঞ্জামও লুট করে নেয় ডাকাতরা।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button