কলাপাড়ায় ভূমিদস্যু আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালির কলাপাড়ায় দীর্ঘ ১৭ বছর মামলার ভয় দেখিয়ে সাধারন মানুষের জমি আত্মসাৎ ও হয়রানির প্রতিবাদে ভূমিদস্যু আনোয়ারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার(২১ অক্টোবর) সকাল ১১ টায় ধুলাস্বার ইউনিয়নের ভুক্তভোগী ও নিরীহ সাধারন মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

অভিযুক্ত আনোয়ার উপজেলার ধুলাস্বার ইউনিয়নের নওয়াব আলি মেম্বারের ছেলে।তিনি পেশায় একজন আইনজীবী।অভিযোগ রয়েছে, ভুমিদস্যু আনোয়ার আওয়ামীলিগ নেতাদের ছত্রছায়ায় থেকে অবৈধভাবে জমি দখল, ভয়ভীতি দেখানো ও ভুয়া দলিল তৈরি করে বহু মানুষের বাসস্থান ও কৃষিজমি থেকে উচ্ছেদ করছেন। তার ভুয়া মামলা থেকে রেহাই পাননি তার আপন চাচাও।

অভিযুক্ত আনোয়ারের আপন বড় চাচা ইব্রাহীম(৭১) বলেন,আনোয়ার একটা মামলা বাজ। রেকর্ডি সম্পত্তি বিক্রি করেও সেই জমি মালিকদের খাইতে দেয় না।কোনা সালিশ ব্যবস্থা মানতাছেনা। বারবার মামলা দিয়ে হয়রানি থেকে আমরা বাচতে চাই,এবং সুষ্ঠ ফয়সালা চাই আমরা।

ভূমিদস্যু আনোয়ারের হাত থেকে রেহাই পাননি ৫২ বছরের হাসিনাও। জানতে চাইলে তিনি বলেন,আনোয়ার নামের ওই ব্যক্তি দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের জমি দখল করে আসছে।জমির কাছে গেলে আমাকে পানিতে চুবিয়েছে। থানায় গেছি তাহারা বলছে আমরা পারিনা। আল্লাহরকাছে বলেন। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে।আমরা চাই সুষ্ঠ ফয়সালা।

ভূমিদস্যু আনোয়ারের মামলায় নিঃস্ব হওয়ার পথে কুয়াকাটা সৈকতের ডাব ব্যবসায়ি হারুন। জানতে চাইলে কান্নাজড়িত কন্ঠে বলেন, এখানে প্রশাসনও তার পক্ষ নেয়। কেউ প্রতিবাদ করলে হুমকি আসে। আমরা এখন আমাদের নিজেদের বাড়িতেই নিরাপদ না। এ ভূমিদস্যু প্রভাবশালী রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রেখেছেন। তার বিরুদ্ধে কথা বললেই হয়রানি, মামলা, এমনকি হামলার শিকার হতে হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।

- বিজ্ঞাপন -

অভিযোগের বিষয়ে জানতে আনোয়ার হাওলাদার কে ফোন দিলে তিনি কোর্টে ব্যস্ত আছেন বলে সংযোগটি কেটে দেন।
মানববন্ধনে ভুক্তভোগী , শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button