তেতুলিয়া নদীতে অভিযান: ১১ জেলে আটক, ১১ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য অফিস সূত্র জানায়, অভিযানে ১১ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটক জেলেদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী এলাকায়। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ। এসময় সহায়তা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। আটকদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড, একজনকে ১০ হাজার টাকা জরিমানা, দুইজনকে নিয়মিত আদালতে প্রেরণ এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জেলেদের ছোড়া ইট-পাথর প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জেলেদের আটক করেন।
তিনি আরও বলেন, জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে গত ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর, নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মহসিন হোসেন জয়
আপনার মন্তব্য লিখুন