পবিপ্রবি’র গাছ চুরির অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গাছ চুরির অভিযোগে ইউপি সদস্যসহ দুই জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
পবিপ্রবির সরকারি নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে (৩ মার্চ) রাতে আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল মিরা (৪২) ও আবু রায়হান (৩৫)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে দুমকি থানায় একটি এজাহার দায়ের করলে ৪ মার্চ সকালে তাদের আটক করে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সকালে এন কেরামত আলী হলের পশ্চিম পাশে নতুন দশ তলা ভবনের পিছনে বড়, ছোট প্রায় ৪০ টি গাছ চুরি করে কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২০,০০০(এক লক্ষ বিশ হাজার)টাকা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকির হোসেন বলেন, আটককৃতদের আজকেই কোর্টে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাছের কাটার বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রারের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন