জবি শিক্ষার্থী জোবায়েদকে খুন, অভিযুক্ত ছেলেকে থানায় দিলেন মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় অভিযুক্ত মাহির রহমানকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় মাহিরকে থানায় নিয়ে গিয়ে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা।

- বিজ্ঞাপন -

পুলিশ জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা তাকে নিয়ে ঢাকার বংশাল থানায় হাজির হন এবং সোপর্দ করেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এর আগে, রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির ‘রওশন ভিলা’ নামের একটি বাড়ির সিঁড়ি থেকে জোবায়েদের রক্তমাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জোবায়েদ পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি টিউশনি করতেন ওই এলাকায়। গত এক বছর ধরে ওই ভবনের এক শিক্ষার্থী বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দুজন তরুণ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের মুখ স্পষ্ট নয়।

- বিজ্ঞাপন -

ঘটনার পর বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। রোববার রাত ১১টার দিকে তাকে থানায় আনা হয় এবং দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button