আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন — ভালোবাসার পুরোনো স্মৃতিতে নতুন প্রশান্তির ছোঁয়া

রাকিবুল হাসান অভি:  আজ ১৮ অক্টোবর, ‘প্রাক্তনকে ক্ষমা করার দিবস’। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই দিনটি প্রেম, সম্পর্ক ও জীবনের এক গভীর বার্তা দেয়—“ক্ষমাই শান্তির পথ।”

- বিজ্ঞাপন -

ভালোবাসার সম্পর্ক কখনও টিকে যায়, কখনও ভেঙে যায়। কিন্তু ভাঙা সম্পর্কেও থেকে যায় কিছু স্মৃতি, কিছু অনুশোচনা, আর কিছু অপূর্ণ গল্প। তাই এই দিনে মানুষ তাদের অতীত সম্পর্কের ভুলগুলো মেনে নিয়ে প্রাক্তনকে ক্ষমা করার মাধ্যমে হৃদয়ের ভার কমানোর চেষ্টা করে।

বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দিবসটি এখন ব্যাপক আলোচনার বিষয়। কেউ কেউ প্রাক্তনকে শুভেচ্ছা জানায়, কেউ লেখে পোস্ট—“ভালো থেকো, কষ্ট দিইনি, শুধু ভালোবেসেছিলাম।”

মনোবিজ্ঞানীদের মতে, কাউকে ক্ষমা করা মানে নিজের মনের বোঝা হালকা করা। ক্ষমা করা মানেই ভুলে যাওয়া নয়, বরং অতীতকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করা।

আজকের দিনে তাই বার্তাটি একটাই—
ভালোবাসা থাকুক স্মৃতিতে, ঘৃণা নয় হৃদয়ে। প্রাক্তনকে ক্ষমা করুন, নিজেকে মুক্ত করুন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button