কলাপাড়ায় সাংবাদিককে প্রকাশ্যে জীবন নাশের হুমকী, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ইংরেজী দৈনিক দ্য কান্ট্রি টুডে’র পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশকে প্রকাশ্যে জীবন নাশের হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা কার্যালয়ে এ হুমকী দেয়ার ঘটনা ঘটে। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সিকদার এ জীবন নাশের এ হুমকী দেন বলে অভিযোগ করেন সাংবাদিক গোফরান পলাশ।

- বিজ্ঞাপন -

সাংবাদিক গোফরান পলাশ জানান, ৫ আগষ্টের পর সমগ্র উপজেলা জুড়ে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এসময় বিএনপি নেতা-কর্মী পরিচয়ে দখল, চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠে একটি সন্ত্রাসী চক্র। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ পায়। এতে ক্ষুব্ধ হয়ে ৩রা মার্চ সোমবার দুপুরে বিএনপি নেতা সেলিম তাকে জীবন নাশের হুমকী দেন।

এদিকে ঘটনার পর পর নিরাপত্তার দাবীতে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সংগঠন ও আইনজীবী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে অবগত করেন সাংবাদিক গোফরান পলাশ।

কলাপাড়া প্রেসকাবের আহবায়ক মো. হুমায়ুন কবির বলেন, সাংবাদিককে হুমকীর বিষয়টি খুবই দু:খজনক, নিন্দনীয়। সংগঠনের সকল সাংবাদিকদের সাথে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যান সমিতির সম্পাদক অ্যাডভোকেট আ. সালাম মিয়া বলেন, একজন আইন পেশার সহকর্মীকে হুমকী দেয়ার বিষয়টি গ্রহনযোগ্য নয়। সংগঠনে সভা করে এ বিষয়ে করনীয় ঠিক করার কথা জানান তিনি।

- বিজ্ঞাপন -

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় একটি সাধারন ডায়েরী দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button