ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগ , ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল ও সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের মধ্যে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোহাম্মদ সাব্বির হোসেন।
প্রাথমিক চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল গ্লাভস, নাপা, ব্যান্ডেজ, স্যালাইন, জীবাণুনাশক, তুলা ও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় উপকরণ।
এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির হোসেন বলেন,
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে
ছাত্রীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে তাপসী রাবেয়া তপসী হল ও বেগম সুফিয়া কামাল হলে এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা যেকোনো হালকা অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা পেতে পারে। ছাত্রছাত্রীদের পাশে থাকা, তাদের প্রয়োজনের সময় সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি।
আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এ ধরণের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারব।
মেয়েদের হলের শিক্ষার্থীরা সৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে। ছোটখাটো দুর্ঘটনা বা অসুস্থতার সময় এমন ফার্স্ট এইড বক্স থাকলে অনেক উপকার হবে।”
আপনার মন্তব্য লিখুন