কুয়াকাটা বাসস্ট্যান্ডে তিন যুবকের গাঁজা সেবনে কারাদণ্ড, ড্রাইভারকে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই অভিযানে অবৈধভাবে বাস পার্কিং করার অপরাধে এক চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।

- বিজ্ঞাপন -

রবিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

আটক তিন যুবক হলেন—
১. মো. কাজল ভূইয়া (২২)
২. মো. আমীর হোসেন (৩৩)
৩. মো. মিজান তালুকদার (৪৫)

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া একই এলাকায় অবৈধভাবে বাস পার্কিং করার অপরাধে মো. রুবেল নামে এক বাসচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

- বিজ্ঞাপন -

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,

> “সামাজিক শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

 

স্থানীয়রা জানান, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কুয়াকাটায় মাদকাসক্তি ও যানবাহন বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে

 

আবুল হোসেন রাজু, কুয়াকাটা

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button