যথাসময়ে নির্বাচন হবে: অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান নির্বাচন পরিচালনা কমিটির

তফসিল অনুযায়ী যথাসময়ে আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচন বন্ধ হচ্ছে বা নির্বাচন পরিচালনা কমিটি অনিয়ম করছে— এ ধরনের গুজব সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে আলীপুর বাজারে নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মুফতি হাবিবুর রহমান মিছবাহ এ মন্তব্য করেন।
তিনি বলেন, তফসিল অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম স্বচ্ছভাবে চলছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ীই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মূলত নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. খলিলুর রহমান ও সদস্যসচিব মো. হাবিবুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, আলীপুর বাজার একটি ঐতিহ্যবাহী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। ব্যবসায়ীদের সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এই কমিটি গঠন করা হচ্ছে।
তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গত ১২ সেপ্টেম্বর ১১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেন। সেই রেজুলেশনের আলোকে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আগে গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান খান।
তফসিল ঘোষণার পর একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যে, নির্বাচন হবে না বা ইউএনওর অনুমোদন ছাড়াই নির্বাচন করা হচ্ছে।এসব দাবি সম্পূর্ণ মিথ্যা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
কমিটির নেতৃবৃন্দ আরও বলেন, আমরা কোনো সমিতির নির্বাচন করছি না; এটি কেবল বাজার ব্যবসায়ী কমিটি গঠনের নির্বাচন। কোথাও ‘সমিতি নির্বাচন’ শব্দ ব্যবহার করা হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোশাররফ খান, কবির হাওলাদার, কাওসার মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে ব্যবসায়ীদের উদ্দেশে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়— কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে।
আবুল হোসেন রাজু কুয়াকাটা পটুয়াখালী
আপনার মন্তব্য লিখুন