গন অভ্যুত্থানের আকাংখা পূরনে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ’গন অভ্যুত্থানের আকাংখা পূরনে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। কেননা চাকুরী লাভে কোটা প্রথা বাতিলের দাবীতে অভ্যুত্থান সংঘটিত হলেও এ সরকার শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি। দেশের ব্যাংক গুলোতে তারল্য সংকট দেখা দেয়ায় শিল্পায়নের জন্য ঋন দেয়া সম্ভব না হওয়ায় কর্মসংস্থান হচ্ছে না। এক এসআলম গ্রæপ ব্যাংক থেকে আড়াই লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আরও রয়েছে বে´িকো গ্রæপ, সামিট গ্রæপ সহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠান, যারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে।’-এবএিম মোশাররফ শনিবার রাতে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

- বিজ্ঞাপন -

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোশাররফ আরও বলেন, ’বিগত ফ্যাসিষ্ট সরকারের নেয়া পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প, কর্নফুলী টানেল, পাবনা পারমানবিক বিদ্যুত কেন্দ্র সহ বেশ কিছু মেগা প্রকল্প আমাদের দেশের অর্থনীতিকে মারাত্মক ঝ‚ঁকির মধ্যে ফেলে দিয়েছে। এসব প্রকল্পে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, চায়না সহ দাতা সংস্থার হাজার হাজার কোটি টাকা ঋন নেয়া রয়েছে। এসব ঋন আগামী ২৬ সালের জানুয়ারী, ফেব্রæয়ারীতে পরিশোধ করতে হবে। এতে আমাদের রিজার্ভ কমে যাবে এবং অর্থনীতির সূচক অনেক নীচে নেমে যাবে। ’

এবিএম মোশাররফ বলেন,’আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থিতিশীল রাজনৈতিক সরকার দরকার। অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে। আগামী ৬ মাস যদি সরকার রাষ্ট্র চালাতে না পারে বিদেশীরাও ইনভেষ্ট করবে না। তাই আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের জন্য দেশ পরিচালনা চ্যালেঞ্জ হয়ে দাড়াবে।’

বিশিষ্ট রাজনৈতিক টকশো ব্যক্তিত্ব মোশাররফ বলেন, ’পিআর পদ্ধতি পৃথিবীর যে দেশেই আছে, সেখানে সরকার ফল্ট করেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক ভাবে কোন দল সরকার গঠন করতে পারবে না। পিআরএ নেপালে গত ১৭ বছরে ১৩ বার সরকার ফল্ট করেছে।’

আইনজীবীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার এ মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, জাপা (এ) নেতা অ্যাডভোকেট আবদুস সত্তার, আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) উপজেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ধানখালী ইউনিয়নের দায়িত্বশীল নেতা অ্যাডভোকেট নুর হোসেন খান, উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন খন্দকার প্রমূখ।

- বিজ্ঞাপন -

এর আগে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ চৌকি আদালত বার ভবনে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে বার ভবনে আইনজীবীদের সাথে নৈশ ভোজে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button