পটুয়াখালীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিরাজ রাজধানীতে গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

 

- বিজ্ঞাপন -

রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা ও আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজ খান (২৮)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি রবিবার(১২ অক্টোবর) নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ টিম কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মিরাজ খানকে গ্রেপ্তার করে।
মিরাজ খান নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন মিছিল ও কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন এবং সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন। গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের ইনকিলাব ভবনের সামনে অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলে তিনি অংশ নেন এবং ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে রিল আকারে প্রকাশ করেন। এরপর ২৪ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় এবং ১০ অক্টোবর ধানমন্ডি ২৭ নম্বরেও একই ধরনের কার্যক্রমে অংশ নেন বলে জানায় পুলিশ।
তিনি আরও জানান, নিষিদ্ধ এই সংগঠনের বিভিন্ন মিছিলে লোক সংগ্রহ ও সংগঠনের প্রচারে মিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button