মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের ওপর জেলেদের হামলার

মা ইলিশ শিকার রোধে পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

‎ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠি, ইট-পাটকেল নিয়ে ট্রলারের দিকে আক্রমণ চালায়। পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

‎হামলার কারণে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান টিমকে উদ্ধার করে।

‎উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযানে ঝুঁকি দেখা দিচ্ছে

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button