গলাচিপায় ভেঙে পড়া সেতুর সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মহসিন হোসেন জয়, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগস্থল বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় এলাকাবাসী মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ঝুঁকিপূর্ণ এই সেতুর দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বোয়ালিয়া খাল সংলগ্ন ব্রীজ বাজার সংলগ্ন এলাকায় এ মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাসির উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মু. হারুন অর রশিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্বাস হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, গলাচিপা সদর বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন প্যাদা এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
তারা আরও বলেন, “এই সেতুটি দুই ইউনিয়নের মানুষকে একসুত্রে বেঁধে রেখেছিল। এখন এটি ভেঙে পড়ায় জনজীবন বিপর্যস্ত। কৃষিপণ্য পরিবহন বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভেঙে পড়া সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন