কলাপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ দোকান

পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এর মধ্যে তিনটি দোকান সম্পুর্ণভাবে পুড়ে গেছে। দুইটি আংশিক ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত ভোররাতে (আনুমানিক চারটায়) লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়ার নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

- বিজ্ঞাপন -

খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি দোকান সম্পুর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে স্থানীয়রা আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালায়।

কলাপাড়া ফায়ার স্টেশনের ফাইটার শাহদাৎ হোসেন জানান, একটি ব্যাটারি চার্জ দেওয়ার দেওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সেখান থেকে অগুন আশাপাশে ছড়িয়ে পড়ে। এতে ওই দোকান ছাড়াও একটি কাপড়ের দোকান ও একটি চায়ের দোকান সম্পুর্ণভাবে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক দশ লাখ টাকা বলে তারা ধারণা করছেন।

লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাবিব হুজুরের কাপড়ের দোকান, আলআমিনের ইলেকট্রনিক ও ব্যাটারি চার্জারের দোকান এবং বাচ্চুর মুদি দোকান সম্পুর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া আরো দুইটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। তিনি আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button