গলাচিপায় অবরোধ অমান্য করে ধরা পড়লো ৬ মণ মা ইলিশ

সারা দেশে সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও সেই নির্দেশনা অমান্য করে পটুয়াখালীর গলাচিপায় বিপুল পরিমাণ মা ইলিশ জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে মোঃ সবুজ মোল্লার মালিকানাধীন একটি ফিশিং বোর্ডের ভেতর থেকে প্রায় ৬ মণ মা ইলিশ উদ্ধার করা হয়। মাছগুলো বিক্রির উদ্দেশ্যে বরফসহ বড় বড় পাত্রে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকদের অভিযান
গোপন সূত্রে খবর পেয়ে একদল স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে মাছ মজুদের বিষয়টি নিশ্চিত করেন। তারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরকে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে উপজেলা মৎস্য কর্মকর্তার সরকারি ফোন নাম্বার বন্ধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি।
পরে বিকল্প একটি নম্বরের মাধ্যমে কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি বলেন,
বিষয়টি আমাকে সঙ্গে সঙ্গেই জানানো দরকার ছিল। এখন আর তেমন কিছু করার নেই।”
তবে অভিযুক্ত বোর্ড মালিক মোঃ সবুজ মোল্লা সাংবাদিকদের বলেন,
এই মাছগুলো বিক্রির জন্য নয়, আমার ব্যক্তিগত স্টাফদের খাওয়ার জন্য আনা হয়েছিল।”
গ্রাম পুলিশ ও স্থানীয়দের ভূমিকা
ঘটনাস্থলে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা মাছগুলো জব্দ করে রাখার প্রস্তুতি নেন। স্থানীয়দের দাবি, অবরোধ চলাকালীন প্রায়ই এইভাবে মা ইলিশ মজুদ ও বিক্রির চেষ্টা চলে, অথচ প্রশাসনের নজরদারি খুবই দুর্বল।
একজন স্থানীয় সচেতন নাগরিক বলেন,
সরকার ইলিশ রক্ষায় কঠোর আইন করেছে, কিন্তু মাঠপর্যায়ে প্রয়োগে দুর্বলতা রয়ে গেছে। নিয়মিত অভিযান না হলে ইলিশের প্রজনন ব্যাহত হবে।”
কঠোর আইনি ব্যবস্থার দাবি
উল্লেখ্য, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে কেউ নিয়ম ভঙ্গ করলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
গলাচিপার সচেতন মহল ও মৎস্যজীবী সংগঠনগুলো দ্রুত প্রশাসনের কার্যকর অভিযান, নজরদারি বৃদ্ধি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন