দশমিনায় অর্থ সংকটে পড়ালেখা বন্ধ হওয়া হোসাইনের পাশে জামায়াত নেতা
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের কিশোর হোসাইন অর্থাভাবে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলো। তবে এবার তার পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম।
জানা যায়, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা জুবায়ের ইসলাম ও অন্যান্য সদস্যরা হোসাইনের দুর্দশার খবর পেয়ে অধ্যাপক শাহ আলমের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে হোসাইনের পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব নেন।
অধ্যাপক শাহ আলম বলেন, “হোসাইন পড়বে, হোসাইনরাই পড়বে, ইনশাআল্লাহ।”
স্থানীয় নেতারা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার শিক্ষা _ গলাচিপা ও দশমিনার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন