খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে — আব্দুল্লাহ আন নাহিয়ান

খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে— মন্তব্য করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
রোববার বিকেলে তিনি পটুয়াখালী পুরান বাজার খেলার মাঠ ও চরপাড়া খেলার মাঠে শিশু-কিশোরদের মাঝে ফুটবল, ক্রিকেট বল ও ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
এসময় আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজই হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায়, খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।”
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য প্রত্যেকটি এলাকায় খেলার মাঠ সংরক্ষণ ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং নিয়মিত মাঠে খেলাধুলার প্রতিশ্রুতি জানায়।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মীরা।
আপনার মন্তব্য লিখুন