টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকল শ্রেণির মানুষ অংশ নেন।
শনিবার সকাল ৯টায় কুয়াকাটা পৌর ভবন চত্বর থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন কর্পোরেশনের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ, সিকদার রিসোর্টের জিএম আনোয়ারুল আজিম, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়নে পর্যটনের ভূমিকা তুলে ধরেন এবং কুয়াকাটাকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বে আরও ব্যাপকভাবে পরিচিত করে তোলার আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন