বদরপুরে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রান্তিক নারীদের উঠান বৈঠক

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রান্তিক নারীদের নিয়ে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ) বিকেলে সদর উপজেলার বদরপুরে তথ্যআপা প্রকল্পের তথ্যকেন্দ্র কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ এবং সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব মো: বোরহান উদ্দিন মিঠু।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সকল তথ্যসেবা কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেন, প্রান্তিক নারীরা চাইলে এবং তথ্যআপারা সততার সঙ্গে কাজ করলে তথ্যআপা প্রকল্প অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন “নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষায় বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তবে কুসংস্কার ও দারিদ্র্য দূর করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি। পরিবার, সমাজ ও রাষ্ট্র মিলেই এ অপসংস্কৃতি প্রতিরোধ করতে হবে। এইকাজে তথ্য আপা প্রকল্প ভূমিকা রাখতে পারে।
আপনার মন্তব্য লিখুন