আদাবাড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলেয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ৮ জন নির্বাচিত সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

- বিজ্ঞাপন -

অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, আলেয়া বেগম পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে এককভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর এ স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযোগকারী ইউপি সদস্যরা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button