নিরাপদ পানি ও স্বাস্থ্য সচেতনতায় মহিপুরে বিশেষ ক্যাম্পেইন

পটুয়াখালীর মহিপুরে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক “নিরাপদ পানি, নিরাপদ জীবন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গুড নেইবারসের কলাপাড়া সিডিপি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। সভাপতিত্ব করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মি. বার্টিন গোমেজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপানের প্রতিনিধি মারি মাতসুমুতো, স্যোশাল ইকোনমি ইউনিটের প্রধান মি. রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. সুপ্রিয় দাস এবং মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।
বক্তব্য দেন মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার, গুড নেইবারস কলাপাড়া সিডিপি মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসসহ অনেকে।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি ব্যবহার, স্যানিটেশন উন্নয়ন ও স্বাস্থ্যবিধি রক্ষায় ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) শিক্ষা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ দূষণ—বিশেষত জলদূষণের ক্ষতিকর দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
তারা আরও বলেন, প্রকল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে স্থানীয় সরকার, কমিউনিটি সংগঠন ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং সুস্থ জীবনযাপনে ওয়াশ শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button