দুমকিতে অপারেশন ডেবিল হান্টে আটক -১

পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেবিল হান্ট অভিযান পরিচালনা করে মোঃ মোকলেস মৃধা (৫৫) কে আটক করেছে পুলিশ।

- বিজ্ঞাপন -

সুত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকা থেকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়। মোঃ মোকলেস মৃধা উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মৃত আঃ রশিদ মৃধার ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুমকি উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় সন্দিগ্ধ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ২০২৪সনের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং তারিখে মো: মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।

 

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button