সালিশ-বিবাদ থেকে বিরত থাকার নির্দেশনা পটুয়াখালী বিএনপির

মো. আল-আমিন, স্টাফ রিপোর্টার : পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়িত না হওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সচেতন মহল।

- বিজ্ঞাপন -

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রভাগের সৈনিক। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মীকে সালিশ বা পক্ষপাতমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সকল স্তরের নেতাকর্মীকে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে মনোনিবেশ করতে হবে। জনগণের সঙ্গে সদাচরণ, ভদ্র ভাষা ব্যবহার এবং মানবিক আচরণের মাধ্যমেই বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে। জনগণই দলের শক্তি এবং আন্দোলনের মূলভিত্তি—তাই জনগণের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ও সহমর্মী আচরণ প্রদর্শন করতে হবে।

এদিকে সতর্ক করে বলা হয়, নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button