কুয়াকাটায় ক্লিনআপ কুয়াকাটা সেমিনার অনুষ্ঠিত

আবুল হোসেন রাজু কুয়াকাটা পটুয়াখালী: পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে পরিচ্ছন্ন রাখতে পরিবেশ অধিদপ্তর ও ইউনিডোর আয়োজনে “ক্লিনআপ কুয়াকাটা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহযোগিতা করে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)। সভাপতিত্ব করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইমাম সমিতির সভাপতি মাঈনুল ইসলাম মান্নান এবং শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল। এছাড়াও শিক্ষক, হোটেল-মোটেল মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী, ট্যুর অপারেটর, গাইড, অটো-ভ্যান চালক, শুঁটকি ব্যবসায়ীসহ ১৬ থেকে ১৮টি সংগঠনের প্রতিনিধি সেমিনারে অংশ নেন।
সেমিনারে ইউনিডোর প্রতিনিধি দল স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে কুয়াকাটার ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থানগুলো চিহ্নিত করেন। জানানো হয়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে কুয়াকাটার বিভিন্ন সেক্টরকে ভাগ করে পৃথক টিম গঠন করা হবে এবং ধাপে ধাপে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকরা বলেন, “ক্লিনআপ কুয়াকাটা” কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে কুয়াকাটাকে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় সৈকত হিসেবে পর্যটকদের উপহার দেওয়া সম্ভব হবে।
আপনার মন্তব্য লিখুন