দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে স্থায়ী বহিষ্কার

 

- বিজ্ঞাপন -

‎দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।

‎আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ। একই সঙ্গে নেতাকর্মীদের গোলাম সরোয়ারের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, ‘তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button