দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে স্থায়ী বহিষ্কার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ। একই সঙ্গে নেতাকর্মীদের গোলাম সরোয়ারের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, ‘তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আপনার মন্তব্য লিখুন