বঙ্গোপসাগরে মিলল বিরল ৩০ কেজির ট্রেভ্যালি ফিশ

আবুল হোসেন রাজু,কুয়াকাটা পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের এক বিশাল ট্রেভ্যালি ফিশ বা স্থানীয়ভাবে পরিচিত তবলা মাছ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।
তবলা মাছকে স্থানীয়ভাবে তবলি, বগা কিংবা খাঁদিয়া মাছ নামেও ডাকা হয়। প্রোটিনসমৃদ্ধ ও মাংসে কাঁটা কম থাকায় এটি ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
মাছটির ওজন প্রায় ৩০ কেজি। মহিপুর মৎস্য বন্দরে নিলামে এটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, অর্থাৎ কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে। তবে স্থানীয় বাজারে মাছটির তেমন চাহিদা নেই বলে জানা গেছে।
মৎস্যজীবীরা জানান, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এ প্রজাতির মাছ সচরাচর ধরা পড়লেও এত বড় আকারের মাছ খুবই বিরল।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,
ধরা পড়া মাছটি ক্যারেনজিট পরিবারের ফ্যাজেলি জাতীয় প্রজাতির। এ ধরনের মাছ আকারে অনেক বড় হয় এবং অত্যন্ত সুস্বাদু। এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। যদি এ ধরনের মাছ নিয়মিত ধরা পড়ে, তাহলে জেলেরা আরও বেশি আর্থিকভাবে লাভবান হবেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button