লেবুখালীর টোল প্লাজা এলাকা থেকে মোবাইল মেকানিকের লাশ উদ্ধার

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি সড়কের পাশে পড়ে থাকা সজল কর্মকার (৪২)নামে এক মোবাইল মেকানিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে দুমকি থানা পুলিশ।
জানা গেছে, দুমকি থানা পুলিশের একটি টিম সড়কের পার্শ্বে পড়ে থাকা রক্তমাখা অবস্হায় এক যুবক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য নিহত সজল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের রনজিৎ কর্মকারের পুত্র। সে মোবাইল মেকানিকের সাথে জড়িত ছিল।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, মৃত্যু সজলের লাশ উদ্ধার করে ময়না তদনের জন্য পটুয়াখালীতে প্রেরনকরা হয়েছে
আপনার মন্তব্য লিখুন