গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহতের পরিবারের খোঁজখবর নিতে যায় বিএনপি নেতাকর্মীরা

 

- বিজ্ঞাপন -

‎দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
‎গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহতের পরিবারের খোঁজখবর নিতে পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির নেতাকর্মীরা সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নিহতদের বাড়িতে যায়।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খান, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মুহিবুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সহিদুল ইসলাম সহিদ সরদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

‎তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

‎প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সকালে ঢাকার সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এলাকার ভাড়া বাসায় রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন জলিশা গ্রামের ইমরান মল্লিকের স্ত্রী রোকেয়া বেগম (২৬) ও তাঁদের দুই সন্তান রেদোয়ান (৩) এবং খাদিজা (৭)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া ও রেদোয়ান মারা যান। সর্বশেষ গত শনিবার (৬ সেপ্টেম্বর) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় খাদিজা।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button