ডাকসু নির্বাচন ঘিরে নিউমার্কেটে মুখোমুখি বিএনপি ও জামায়াত

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত, কাটাবন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত দেখা গেছে। অনেকেই নিজেদের ‘উৎসুক জনতা’ হিসেবে পরিচয় দিলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, এই ভিড়ের বড় অংশজুড়ে রয়েছেন বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা।
নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কের বাম পাশে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা, আর ডান পাশে অবস্থান নেয় জামায়াতের অনুসারীরা।
তবে ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ বা উত্তেজনার খবর পাওয়া যায়নি। পুলিশ সক্রিয়ভাবে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং সাধারণ জনতাকে কিছুটা দূরত্বে সরিয়ে রাখার চেষ্টা করছে।
আপনার মন্তব্য লিখুন