গলাচিপায় পারিবারিক কলহে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু. গ্রাম্য চিকিৎসা নিতে গিয়ে রেফার করেনি ডাক্তার — অবহেলায় ঝরে গেলো এক প্রাণ…

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ মাহবুব (৩৫)। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের জেরে মেঝো ভাই রেজাউল হাওলাদার তার ছোট ভাই মাহবুবের মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম হলে দ্রুত চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাথায় পাঁচটি সেলাই দেন। এরপর তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন।
তবে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জলিল হাওলাদার জানান, “বাড়িতে বসে মেঝো ছেলে রেজাউল ও ছোট ছেলে মাহবুবের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ রেজাউল পেছন থেকে লাঠি দিয়ে মাহবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে পারিবারিক কলহের জেরে এ ধরনের মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আপনার মন্তব্য লিখুন