বাউফলের নিষিদ্ধ যুবলীগ–ছাত্রলীগের নেতা মামা–ভাগ্নে ঢাকায় গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিচ হাওলাদার (৪৫) এবং তার ভাগ্নে উপজেলা ছাত্রলীগের একাংশের (এমপি ফিরোজ গ্রুপ) সাবেক সাধারণ সম্পাদক তানজিল অভি’কে (৩০) ঢাকায় গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকার অভি’র নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ডিএমপি’র ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, আনিচ হাওলাদার স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট মামলার এজাহারভুক্ত আসামি। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। অন্যদিকে, তানজিল অভির বিরুদ্ধে পুলিশি তদন্তে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত শেষে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে বলেও জানান তিনি।
ডিএমপির গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, ঢাকায় কোনো অপরাধে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হবে।
এদিকে গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, ডিবি পুলিশের একটি দল প্রথমে বাসা থেকে আনিচ হাওলাদারকে আটক করে। পরে দ্বিতীয় দফায় এসে তানজিল অভিকেও নিয়ে যায়। তারা জানান, বাউফল থানার মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে তাদের জানিয়েছে ডিবি পুলিশ। তবে আনিচ ও অভি কোনো অপরাধে জড়িত ছিলেন না বলেও দাবি পরিবারের।
আপনার মন্তব্য লিখুন