পটুয়াখালীতে তিনটি বন বিড়াল উদ্ধার

পটুয়াখালীতে তিনটি বন বিড়াল আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উদ্ধার করেছে।

- বিজ্ঞাপন -

শনিবার (১৫ ফেব্রুয়ারি ) সংগঠনের ফেসবুক পেজে একটি পোস্ট নজরে আসে, যেখানে স্থানীয়রা বন বিড়াল তিনটি আটক করে বন বিভাগ ও উদ্ধারকর্মীদের সহযোগিতা চান।

এরপর সংগঠনের গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আল-আমিন ও তাইজুল ঘটনাস্থলে গিয়ে বন বিড়াল তিনটি উদ্ধার করেন।

রেস্কিউ অ্যান্ড রিলিজ উইংয়ের প্রধান আসাদুল্লাহ হাসান মুসা জানান, উদ্ধারকৃত বন বিড়ালগুলো বর্তমানে সংগঠনের নিরাপদ হেফাজতে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, প্রাণিকল্যাণ সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালী, দীর্ঘদিন ধরে পটুয়াখালীসহ বৃহত্তর বরিশাল অঞ্চলে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে কাজ করছে। সংগঠনটি এ পর্যন্ত হাজারের বেশি বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে ভূমিকা রেখেছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button